প্যারিসের জুরেস পার্কে স্বরলিপির বৈশাখী উৎসব শনিবার
প্রকাশিত হয়েছে : ৩:১২:৩০,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
স্বরলিপি শিল্পী গোষ্টী ফ্রান্সের বৈশাখী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় ২৭ এপ্রিল শনিবার প্যারিসের জুরিস পার্কে এবারও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । বৃহ্স্পতিবার বিকেলে প্যারিসের প্লাস দ্যা ক্লিশির একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, টি এম রেজা, সুব্রত ভট্টাচাজ শুভ, হেনু মিয়া, কামাল মিয়া, রেদওয়ান জুয়েল সহ আরো অনেকে । অনুষ্ঠান জুড়ে থাকবে শোভাযাত্রা, র্যাফেল ড্র সহ বিনোদনমূলক সকল আয়োজন । এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ শনিবারের বৈশাখ উৎসবকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন । এবারের বৈশাখ উদযাপনে বিশেষ চমক থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান, পাওয়ার ভয়েজ’র আনিকা সা রে গা মা পা’র কৌশানি ঘোষ । আবহাওয়া সূত্রে জানা গেছে ২৭ এপ্রিল রোদ্রউজ্জল আবহাওয়া বিরাজ করতে পারে। আর তাই আয়োজকরা আশা করছেন এবারের বৈশাখী অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে বৈশাখ উদযাপনের এই অনুষ্ঠান উপভোগ করবেন।