ইতালীতে মুজিব নগর দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৪:২৮:৩৯,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৫৬ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের তরপিনাত্তাস্থ সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বক্তব্য বক্তারা বলেন” ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় পরবর্তী সময়ে মুজিবনগর শপথ গ্রহণ করার পরই মূলত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সরকারই মুক্তিযুদ্ধকে সুচারুরূপে পরিচালিত করে সফল পরিসমাপ্তির দিকে ধাবিত করার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার এর শপথ গ্রহণের এই ১৭ এপ্রিল হলো সেই মাহেন্দ্রক্ষণ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, হাজী মোঃ জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন বাবুল, কামরুল আহসান মিন্টু, মাহবুবুর রহমান প্রধান, দপ্তর সম্পাদক হাবীব মোকদম, ফারুক খালাসি, তুহিনা সুলতানা মলি, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, তাহমিনা আক্তার, যুবনেতা আলাউদ্দিন শিমুল, মহিউদ্দিন মহি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকচি, সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন এবং এই উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের অধিকতর সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতিটি বঙ্গবন্ধুর সৈনিকদের একাগ্রচিত্তে কাজ করে যাওয়ার ও আহ্বান জানান।