শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে বোমা হামলায় নিহত ৪২
প্রকাশিত হয়েছে : ২:২৪:১৫,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
তৃতীয় বাংলা ডেস্ক শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন আরও ২৮০ জনের বেশি।
রোববার (২১ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
রোববার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।
হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।
হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮০ জনের বেশি মানুষ। যাদের কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলম্বো ন্যাশনাল হসপিটালের এককর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।
তবে আহতের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়। আমাদের কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করছেন।