২০২০-২১ হবে ‘মুজিব বর্ষ’ : শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ৫:৩১:০৪,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিত
নিউজ ডেস্ক:: ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী থেকে ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পর্যন্ত ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করবো বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় সংসদের যৌথ সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি আমাদের ঋণী করে গেছেন। সেই ঋণ পরিশোধ করতে হবে। তার আত্মা তখন শান্তি পাবে, যখন তার স্বপ্নের বাংলাদেশের মানুষ ক্ষুধা মুক্ত হবে, দারিদ্র মুক্ত হবে। তার স্বপ্নের সোনার বাংলার মানুষ সুখী-সমৃদ্ধ হবে।