হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল
প্রকাশিত হয়েছে : ২:২৯:৫৫,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে আজ (শুক্রবার) সকালে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি সুস্থ আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে চাচার জানাজায় অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সুস্থ বোধ করায় আজ সকালেই তাকে রিলিজ দেয়া হয়েছে।