প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্য উগ্র : মুহিত
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:০৭,অপরাহ্ন ২৬ জুন ২০১৮ | সংবাদটি ১৭৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে সরকারের অংশ হয়েও বিরোধী দলের কিছু সদস্য উগ্র বক্তব্য দিচ্ছেন, এটা যথাযথ নয়।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, তারা বিরোধী দল ঠিক আছে। তবে এটাও মনে রাখা উচিৎ যে, তাদের দলের ক্যাবিনেট সদস্যরাও প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছেন। সুতরাং এটা আমার একার বাজেট নয়।
প্রস্তাবিত বাজেটে কোনো ধরনের পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।