ঈদ উৎসব সফল করতে প্যারিসে কালচারাল ফোরামের সাংবাদিক সম্মেলন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩৫,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩২৩ বার পঠিত
সুফিয়ান আহমদ,প্যারিস :
প্যারিসে বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্টান ঈদ উৎসব সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
রবিবার বিকালে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্টিত হয়।
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্মময় যান্ত্রিক জীবনে একটু আনন্দ বিনোদন দিতে আগামী ৩০শে এপ্রিল রবিবার বিকেলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স ঈদ উৎসবের আয়োজন করেছে।
মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্টান সফল করতে সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক অপু আলম, অজয় দাস,অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী ,বিসিএফের পরিচালক এমডি নুর প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, আইঅন টিভি ইউকের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এনায়েত সোহেল ,সময় টিভির প্রতিনিধি লুৎফর রহমান বাবু ,এনটিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন , আবুল কালাম মামুন ,ডিবিসি প্রতিনিধি জাফর ইকবাল আরটিভি প্রতিনিধি তাজুল ফয়েজ, মোহাম্মদ আলী চৌধুরী , বাদল পাল ও নজমুল কবির সহ অনেকে ।
ঈদ উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশআসা জনপ্রিয় ব্যান্ড মাইলস,শিল্পী মেহরাব,নাজু আখন্দ,ওয়াহিদসহ স্থানীয় শিল্পীরা।