প্যারিসে গোলাপগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলাকে সুনামপুর প্রবাসীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০:২৪:২৭,অপরাহ্ন ০৭ মার্চ ২০২৩ | সংবাদটি ১৩২৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে ইউরোপে সফররত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলাকে সংবর্ধনা প্রাদান করা হয়েছে।
সোমবার বিকালে বারো প্যারিসের একটি রেস্তোরাঁয় ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী গোলাপগঞ্জ উপজেলাধীন সুনামপুর প্রবাসীদের সরব উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কয়েস আহমদের সভাপতিত্বে ও শাহনেওয়াজ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এনায়েত হোসেন সোহেল ।
বক্তব্য রাখেন, অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইউরোপ সফররত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলালীগ সিলেট জেলা সভাপতি নাজিরা বেগম শিলা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনামুল কবির এনাম,
আলী হোসেন,নাজিম উদ্দিন,আনোয়ার হোসেন, কায়েদ বিন সুলতান,উজ্জল হোসেন,রুমান আহমেদ,লিটন আহমদ,ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ।এখানকার ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতির সুখ্যাতি রয়েছে। এই সুখ্যাতির ধারাবাহিকতায় এখান সুনাম ধরে রেখেছেন রেখেছেন নারী নেত্রী নাজিরা বেগম শীলা। বার বার নির্বাচিত হয়ে গোলাপগঞ্জবাসীর মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । এ ধারা অব্যাহত রাখতে প্রবাসী সুনামপুর তথা গোলাপগঞ্জবাসী সর্বাত্মক সহযোগিতা করবে।