প্যারিসের গার দো নর্দে কাচ্চি হাউসের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:২০,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ইউরোপের শিল্পোন্নত অন্যতম দেশ ফ্রান্সে প্রায় লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের বসবাস। দেশটিতে দিনে দিনে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান।
বিশেষ করে মানসম্মত বাঙালীয়ানা খাবার দাবারের সময়োপযোগী প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে বাংলাদেশী মালিকানাধীন কাচ্চি হাউসের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
সোমবার দুপুরে প্যারিসের বাংগালী পাড়া খ্যাত গার দো নর্দে এ কাচ্চি হাউসের উদ্ভোধন করা হয়।
কাচ্চি হাউসের কর্নধার জাকির হোসেনের সভাপতিত্বে ও ইব্রাহিম আলীএবং রিমন খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কৌশিক রাব্বানী , সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী ওবায়দুল্লাহ কয়েস,হাবিব মিয়া,বিলাল হোসেন,আব্দুর রহিম প্রমুখ ।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা বলেন, ‘প্রবাসে স্বদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নিজ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিন-রাত কঠোর পরিশ্রম ও নিজেদের জ্ঞান এবং মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন প্রবাসীরা।’ তাঁরা বলেন, ‘বিভিন্ন পেশার পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার ও প্রচার বেড়েই চলেছে; যা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ এবং গৌরবের।’
অনুষ্ঠানে বক্তারা বলেন- তরুণ উদ্যেক্তারা যদি এগিয়ে আসেন তাহলে ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা যেমনি বাড়বে, তেমনি ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে বৈধ উপায়ে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স পাবে প্রিয় বাংলাদেশ।’
প্রাণবন্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা জমির হোসেন ।