প্যারিসে স্বরসতী দেবীর পূজার্চনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩১:০৫,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ৬১২ বার পঠিত
এনায়েত সোহেল,প্যারিস :
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্যারিসে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
বুধবার দিনব্যাপী জয় শ্রীরাম প্যারিস আয়োজিত স্থানীয় মেট্রো লা কর্নভের একটি হলে পূজা, অঞ্জলি প্রদান, ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনি ও ধর্মীয় আলোচনা এবং নানা আচার -অনুষ্টানে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয়।
বাংলাদেশের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও ফ্রান্সের আইন অনুযায়ী ঐরকম সুযোগ সুবিধা না থাকায় পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে মেট্রো লা কর্নভের স্থানীয় একটি হল। হলের ভিতর সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়।
জয় শ্রীরাম প্যারিসের সভাপতি সন্জয় বনিকের সভাপতিত্বে ও খোকন ঘোষ এবং পলাশ দাসের পরিচালনায় অনুষ্ঠানে পূজা ও প্রসাদ বিতরনকালে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা জিতেন সূত্রধর, সান্টু ঘোষ, অরবিন্দ পোদ্দার ,দীপঙ্কর বাগচি, সুশান্ত সরকার,বাবু রজত রায় রাজু, বাবু নিতাই দত্ত এবং বাবু অজয় দাস প্রমুখ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে হল প্রাঙ্গণে পূজা অর্চনার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। এ ছাড়া সেখানে শিশুদের খেলার জন্য ছিল নানা আয়োজন।
নিশিতা দে দাসের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্যারিসের জনপ্রিয় শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করেন।
“বাণী বন্দনা” সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অসীম নাথ, সমীর শীল, অজয় দাস, প্রশান্ত সরকার, বাবু সরকার, বাদল দেবনাথ, বিনয় শীল।
পরে অনুষ্টানে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিরা।