২৬শে জুন প্যারিস কনসার্টে জেমস
প্রকাশিত হয়েছে : ৯:১২:২৯,অপরাহ্ন ২০ জুন ২০২২ | সংবাদটি ২৭৩ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল
বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ডদল নগর বাউল ও শিরোনামহীন একসঙ্গে গান গাইবে ফ্রান্সে। ভালবাসার নগরী প্যারিসের স্তা স্টেডিয়ামে ২৬ জুন অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো-বাংলা মৈত্রী উৎসব। এতে নগর বাউল জেমস ও শিরোনামহীন ছাড়াও গাইবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী ‘আইলারে নয়া দামান’খ্যাত মুজা।
স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান আফিওরা সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষ উদযাপন করতে ও ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।
দেশের মাটিতে অনেকবারই বিভিন্ন কনসার্টে গান গেয়ে সঙ্গীতপ্রেমী ও শ্রোতাদের মাতোয়ারা করেছেন মাহফুজ আনাম জেমস। বাংলাদেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা এবার দেশের বাইরের ভক্তদেরও মাতাতে চলেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ।
ফ্রান্কো বাংলা মৈত্রী উৎসবের আয়োজক কৌশিক রাব্বানী জানান,অনুষ্টানটি সফল করার জন্য ইতিমধ্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বাংলাদেশী প্রবাসীরা জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্টান উপভোগ করতে যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করছি সে ব্যবস্থা রাখতে । আমার দূঢ় বিশ্বাস সকলের সহযোগিতায় অনুষ্টানটি সফল হবে।
প্যারিসের মাটিতে অনুষ্ঠিতব্য কনসার্টে গান গাওয়ার উদ্দেশ্যে আগামী ২৪ জুন ঢাকা ছাড়বেন জেমস। এ সংগীতসফর শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি।
ফ্রান্সে অবশ্য এর আগেও গান গেয়েছেন তিনি। ২০১৫ সালের অক্টোবরে প্যারিসের বন নবেল মিলনায়তনে গান গেয়েছিলেন এ ব্যান্ড তারকা। তবে নেদারল্যান্ডসে এবারই প্রথম গান গাইতে যাচ্ছেন জেমস।
জেমস বলেন, “প্যারিস ও নেদারল্যান্ডসের প্রবাসী বাংলাদেশিদের সামনে গাইব। বরাবরই এমন আয়োজনে গাইতে ভালো লাগে। এবারও তেমন প্রত্যাশা নিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আয়োজন করে কোনো কিছু জানাতে ভালো লাগে না। ২০১৫ সালে প্যারিসে গান পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম নেদারল্যান্ডসে গাইব।”
২৭শে জুন নেদারল্যান্ডসে বাংলাদেশী সংগঠন সোনার বাংলার কনসার্টে গান গাইবেন জেমস।
আপাতত এভাবেই দেশ ও দেশের বাইরের কনসার্টগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন জেমস। ইউরোপের সঙ্গীতযাত্রা থেকে ফিরে এসে দেশেও বেশ কয়েকটি কনসার্টে গান গাইবেন তিনি। তবে এর বাইরে কোনো কাজের ব্যাপারে মুখ খুলেননি জনপ্রিয় এ ব্যান্ড তারকা।