প্যারিসে সাংবাদিক মামুন ও রাসেল আহমদকে ফ্রেঞ্চ বাংলা স্কুলের সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ১০:০৯:০৬,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২ | সংবাদটি ৪৩০ বার পঠিত
শাবুল আহমেদ :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভি ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম মামুন ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্যারিস্থ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ বাংলা স্কুলের পক্ষ থেকে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক আবুল কালাম মামুন ও রাসেল আহমদ দীর্ঘদিন যাবৎ ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। কমিউনিটির নিউজসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দু’জনেই প্রবাসী বাংলাদেশিদের সাথে বাংলাদেশ সরকারের যোগসূত্র তৈরি করতে এবং প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সংবর্ধিত অতিথি দু’জনেই বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা ফ্রান্সে নতুন প্রজন্ম তথা প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাঙালি কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর রয়েছেন।
আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা জামিরুল ইসলাম মিয়া বলেন, সাংবাদিক আবুল কালাম মামুন ও সাংবাদিক রাসেল আহমদ দুজনেই ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির প্রতিশ্রুতিশীল মানুষ। তাদের দক্ষতা, মেধা ও পরিশ্রম দিয়ে যেভাবে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।