হিটলারের স্ত্রীর ব্যবহৃত অন্তর্বাস নিলাম হয়ে গেল
প্রকাশিত হয়েছে : ১:৩০:৪৬,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ব্রিটিশ অকশন হাউসে বিক্রি হয়েছে হালকা গোলাপি রঙের অন্তর্বাস, রাতে পরার পোষাক এবং কিছু গয়না। জানা গেছে, সেসব জিনিস হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের ছিল। তার মধ্যে ইভা ব্রাউনের কেবল অন্তর্বাস চার হাজার ছয়শ ১৯ ডলারে বিক্রি হয়েছে।
নিলামকারী জনাথন হামবার্ট বলেন, এ ধরনের জিনিসের প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। কোনো ধরনের প্রমাণ না দেখেই উচ্চমূল্যে এসব বিক্রি হচ্ছে।
জানা গেছে, ওই অন্তর্বাস যিনি কিনেছেন, তিনি সাদা রঙের সুতির নাইটগাউনও কিনেছেন। তিন হাজার দু’শ ৪৫ ডলারে সেটা কিনেছেন তিনি।
এছাড়া ব্রাউনের ব্যবহৃত সোনাযুক্ত ব্রেসলেট বিক্রি হয়েছে দুই হাজার তিনশ আট ডলারে। তাতে অবশ্য সাদা ও লাল রঙের পাথর বসানো আছে। জানা গেছে, ওই ব্রেসলেট হাতে হিটলারের সঙ্গে তার স্ত্রীর ছবি রয়েছে। ১৯৩৮ সালে ব্রেসলেটটি তৈরি করা হয়।
প্রসঙ্গত, ব্রাউন ছিলেন হিটলারের দীর্ঘ সময়ের প্রেমিকা। মারা যাওয়ার মাত্র ৪০ ঘণ্টা আগে তারা বিয়ে করেন। এরপর তারা একসঙ্গে বাঙ্কারে আত্মহত্যা করেন। চলতি বছরের শুরুর দিকে ৮০ হাজার ডলারে তার সুইসাইড নোট বিক্রি হয়।