ইতালী রোমে সচেতন নাগরিকদের মাদক ও ইয়াবা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৪১:৪৯,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
মাদক ও ইয়াবা বিরোধী প্রচারের অংশ হিসেবে সোমবার রসই রেস্টুরেন্টে ইতালী রাজধানীতে রোমে অবস্থানরত সুসিল সমাজের নেতৃবৃন্দরা প্রবাসে মাদকদ্রব্য ও ইয়াবা থেকে প্রবাসীদের জনসচেতনমূলক এক আলোচনা সভার আয়োজন করে।
প্রবাসে তরুণদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলা ছিল আলোচনা সভার মূল উদ্দেশ্য।
আলোচনা সভায় হাসান ইকবাল বলেন, মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা–মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে। এবং সমাজের সকলকে সচেতন হতে বলেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন নুরুজ্জামান লাকী, আবু তাহের, দ্বীন মোহাম্মেদ, মুজিবুর সিকদার ফিরোজ খান, মোঃ জহিরুল ইসলাম, মাসুদ রানা, ইমরান মাতবর, কিসমত খান, জামাল উদ্দিন সহআরো অনেকেই। বিজ্ঞপ্তি।