মাদ্রিদে বালাগঞ্জ সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:৩৮,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত
বকুল খান স্পেন
সামাজিক উন্নয়নে আমরা একতাবদ্ধ- এই স্লোগানকে সামনে রেখে মাদ্রিদে বালাগঞ্জ সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে | বুধবার মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্ট বিপুল সংখক নেতাকর্মীদের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন ,নবনির্বাচিত সভাপতি আবুল কলাম |
যুবনেতা ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন |
প্রধান বক্তা ছিলেন ,কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান ,গ্রিন ক্রিসেন্ট সোসাইটির মেদেনীদের সভাপতি তামিম চৌধুরী ,গ্রেটার সিলেটা এসোসিয়েশনের আহ্বায়ক ফয়জুর রহমান বড় ভাই ,সদস্য দবির তালুকদার ,রাজনীতিবিদ বদরুল ইসলাম,,আব্দুর রহমান ,আসাদুর রহমান ছাদ |
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন ,সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন ,আবু সুফিয়ান বাদশা |
শাহ মতিউর রহমান ,রাহেল চৌধুরী ,হাজী তোয়াবুর রহমান ,আবু সুফিয়ান ,ওলিউর রহমান ,কাহের আহমেদ ,আব্দুল মালেক ,রাজু ,শাকিল আহমেদ ,এম এ মান্নান ,এম এ হান্নান আব্দুল আহাদ ,এম এ আজাদ ,জায়েদ আহমেদ ,ফয়েজ উদ্দিন প্রমুখ |
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন বালাগঞ্জের রত্ন গর্ব ,বীর প্রতীক এনামুল হক চৌধুরী ,আক্তার আহমেদ, মোখলেসুর রহমান, সিদ্দিক আলী সহ সকল কৃতি সন্তানদের |তাদের তাদের কর্ম ও জ্ঞান ভালো কেমন বাসি কে আলোকিত করেছে দেশে ও বহির্বিশ্বে |
প্রধান অতিথির বক্তৃতায় আল মামুন বলেন ,সামাজিক সংগঠনের প্রথম লক্ষই ঐক্যবদ্ধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা| তখনই সংগঠনের কার্যক্রম জনকল্যাণমুখী হবে |তিনি ,এই সংগঠন উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন|আল মামুন সংগঠনের নেতা নির্বাচনে ,সুযোগ্যদের এগিয়ে আসতে হবে |এক্ষেত্রে এই সংগঠনের নতুন সভাপতি আবুল কালাম এর প্রশংসা করে বলেন.. তিনি এই সমাজ এ একজন. একনিষ্ঠ সমাজকর্মী |প্রত্যাশা করি ,এই সংগঠন মাদ্রিদ এর
কমিউনিটি উন্ময়নে অবদান রাখবে |
অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুর রহমান নতুন এই সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন ,আজকে মাদ্রিদে বালাগঞ্জ বাসীর জন্য একটি ঐতিহাসিক দিন |আমি প্রত্যাশা করি সমাজ উন্নয়নে আপনাদের ভূমিকা হবে অগ্রনি |