কাতারে ১৫ অগাস্ট উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৩০,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০৩ বার পঠিত
কাতার প্রতিনিধি
শোকাবহ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবার কাতার।
সোমবার কাতারের রাজধানী দোহার স্হানীয় ঘরোয়া রেস্তোরাঁয় সংগঠনের যুগ্ম আহবায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব লিমন শাহ এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জোবেল আহমদ ইনু।
এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মোবাইলে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।
দোয়া মাহফিলে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ,দিপক মল্লিক, শিপার আহমদ শিমু, মোঃ জালাল উদ্দীন, সদস্য শাহাব উদ্দিন,শাহ আলম,সায়মন আজাদ তালুকদার, মশহুদ আহমদ, এমাদুল ইসলাম এমাদসহ আরোও অনেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক বদরুল ইসলাম মিসবাহ, জয়নাল আহমদ, জুবায়ের হোসেন জাইন, শরীফুল হক, আশরাফুল আলম কামরান, বাহার হোসেন, আব্দুল গাফফার, লোকমান সিদ্দীকি,আব্দুল বাছিত, মশাহিদ খান, জাহেদ আহমদ, রবিউল ইসলাম জাহেদ,সুলতান আহমেদ মিতুল, তারেক হাসান লিমন, নাঈম খান, জুয়েল খান, আশিক আহমদ, মোঃ খসরু, মোঃ রায়হানসহ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য শুয়াইব আহমদ।