ইতালিতে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন
প্রকাশিত হয়েছে : ৭:২২:২৮,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮৩৭ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে বাংলাদেশি ব্যবসায়ীদের সামাজিক সংগঠন ‘ বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮জুলাই রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ বনভোজন ও আনন্দ ভ্রমণ সু-সম্পন্ন হয়েছে।
কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির এ বনভোজনে অংশ নেন ইতালিতে বসবাসরত শত শত বাংলাদেশি। এতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর প্রাণবন্ত সঞ্চালনায় গত ২৮শে জুলাই রোববার রোমের তরপিনাত্তারা, তুসকোলানা, ভিত্তোরিও, পিয়াচ্ছা মালাতেস্তা, মালিয়ানা, মেট্রো প্রিমাভেরা, মেট্রো গারদিনি, সেন্তসেল্লে, মনতেভেরদে, মেট্রো অত্তাভিয়িনো, মেট্রো কল্লি আলবানি, মন্তানেওয়ালা থেকে মোট ২২টি বাস সহযোগে প্রায় পনের শতাধিক ইতালী প্রবাসীদের নিয়ে বনভোজনের যাত্রা শুরু হয়।
পথি মধ্যে সবাইকে সমিতির ব্যবস্থাপনায় সকালের নাস্তা পরিবেশন করানো হয়। নাস্তা শেষে আবার যাত্রা শুরু হয় নির্ধারিত স্থানের উদ্দেশে। রোমের অদূরে লাগো ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি (Lago Di Vico) La bella benere পর্যটন কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়।
দুপুর দিকে পৌছলে সকলকে সমিতির ব্যবস্থাপনায় দুপুরের খাবার পরিবেশন করানো হয়। সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগোর) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, এদিকে মহিলাদের জন্য বালিশ বদল খেলাসহ নানা ধরনের খেলা ও অনুষ্ঠান চলতে থাকে দিনব্যাপী। এরই ফাঁকে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি ধূমকেতু কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মিয়া তারা, সদ্য সাবেক সভাপতি, স্থায়ী কমিটির সদস্য মইনুল হোসেন ময়না, উপদেষ্ট হাফিজুর রহমান, ছিদ্দিক মিয়া, আলমগীর কবির, আমিনুর রহমান খোকন,জামাল মাঝি, দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মিয়া, সহ সভপতি জাহাঙ্গীর আলম সাহেদ, শাহজাহান পাটোয়ারী, শফিকুল ইসলাম বাশার,তাফসির আলম, আবুল কালাম, আব্দুল রহিম,রিপন মজুমদার, আহমেদ নূর, সানা উল্লাহকে তুহিন, ওসমান গনি, ইকবাল হোসেন বেপারী, আহমেদ সুমন সাজেদুল ইসলাম মনা আব্দুল মোতালেব লিটন, সাংগঠনিক সম্পাদক সুজন হওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম, হোসাইম মনির, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, মুহিবুর রহমান মুরাদ, সিরাজুল ইসলাম জামাল, উজ্জ্বল আহমেদ, ইয়াসিন মোল্লা, ওমর ফারুক, মাতাবর ইব্রাহিম, মেহেদি হাসান,দিদার উদ্দিন, বজলুর ইসলাম, রানা আহমেদ। সহ কোষাধ্যক্ষ শেখ সাইদ। সহ সাংগঠনিক রিয়াজ ভূঁইয়া, কামরুল হাসান, আলমগীর হোসাইন, ইকবাল হোসেন ভূঁইয়া, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, জাকির হোসাইন, মাজেদ হাওলাদার, জনি রহমান, শেখ মনির, তাজুল ইসলাম সেমল মাসুম শিকদার উদ্দিন জাহিদ, আরো উপস্থিত ছিলেন, মুবারক হোসাইন, ইমদাদুল হক মজুমদার, ইয়াসিন মিয়া, আলী মোহন, জুয়েল মৃধা, সজল আহমেদ, জুয়েল হাওলাদার, নূর আলম,আনোয়ার শরিফ সহআরো অনেকেই।
এছাড়াও সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোম ইতালি, বাংলাদেশ সমিতি ইতালি, ইতালি আওয়ামী লীগ, ইতালি বি এন পি, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বৃহত্তর ঢাকা সমিতি, বরিশাল বিভাগ সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালী, বৃহত্তর কুমিল্লা সমিতি, তুসকোলানা সমাজ কল্যান সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, নব জাগরন নারী কল্যান সমিতি, তুসকোলানা নারী সংস্থা সহ রোমের সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংবাদিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে অতিথিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
আকর্ষণীয় বিশেষ পুরস্কার ছিলো রোম ঢাকা রোম এয়ার টিকেট ৮টি, এছাড়াও রোম ফ্রাঙ্কফুর্ট রোম, বার্সেলোনা, পেরিস, লন্ডন, ১১টি এল ই ডি টিভি, ৬টি ট্যাবলেট, ১৮টি স্মার্ট ফোন, ৪টি জুস মেশিন, মাইক্রোওভেন, রাইস কুকার সহ আরো অনেক কিছুই।
পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও যেকোন সময় যেকোনো সহায়তায় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির পাশে থাকবেন বলে আশ্বাস দেন। এবং তারা আরো বলেন আগামীতে শুধু বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি নয় সকল দিদ্বা দন্ধ ভুলে গিয়ে রোমের সকল বাংকার সমিতির একসাথে বনভোজনের আয়োজন করে বিশ্বের বুকে একটি ইতিহাস সৃষ্টি করার আহবান জানান।
পরিশেষে সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম এর সমাপনি বক্তব্য মাধ্যমে বনভোজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং তারা বলে আগামীতেও আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা সকল ইতালী প্রবাসীদেরকে একটি সুন্দর বনভোজন উপহার দিতে পারবো। এবং আগামীতেও আমাদের বাংকার সমিতির সাথে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন তারা।