বার্সেলোনায় ওসমানী নগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২:৫৩:৪৭,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১৭ বার পঠিত
স্পেন প্রতিনিধি
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ওসমানী নগর -বালাগঞ্জ এসোসিয়েশন এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্টিত হয়েছে | সোমবার বিকেলে জাঁকজমক ভাবে কায়ে ভিলাদোমাত এর হল রুমে এ অনুষ্টান অনুষ্টিত হয় |
সংগঠনের সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহম্মদ সিকদার এর যৌথ সঞ্চালনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি-শফিউল আলম শফি|
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী বালাগন্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট (ইউ কে)এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীর|
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক রামন পেদ্রো, এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বাংলাদেশএসোসিয়েশন বার্সেলোনার প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সাধারণ সম্পাদক হীরা আলম,বাংলাদেশ প্রেস ক্লাব বার্সেলোনার সভাপতি ময়নুল আবেদীন,সি: সহসভাপতি
মহিউদ্দিন হারুন, এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারি দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি ঊত্তম কুমার,সাধারণ সম্পাদক শামীম হাওলাদার,বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার উপদেষ্টা রফিক উদ্দিন,গোলাপ গন্জ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি সাব্বির আহমেদ দুলাল , বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার যুগ্ন সম্পাদক আবু তালেব
আল মামুন লাভু, বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, মুক্তার আহমদ,
জাহাঙ্গীর আলম, বড়লেখার সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ,শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শারীফুল আলম|
সভায় বক্তব্য রাখেন ,সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক ময়নুল ইসলাম আজাদ,অর্থ সম্পাদক সদরুল ইসলাম, প্রচার সম্পাদক রুহেল হামিদ|
বক্তাগণ ওসমানী নগর বালাগঞ্জ এর সুনাম ধন্য ব্যক্তিবর্গ সহ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ভূয়সী প্রশংসা করেন তৎসঙ্গে বার্সেলোনায় এ সংগঠনের সেবামুলক কর্ম তৎপরতার কথা উল্লেখ করে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।ইউ কে থেকে আগত ও স্থানীয়
সুনাম ধন্য শিল্পীদের কন্ঠ যাদুতে হলরুম দর্শক আনন্দে ভরে উঠে।