পর্তুগালে লায়ন্স আবুল হাসনাতকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৫১,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
বেলাল আহমদ, লিসবন পর্তুগাল থেকে :
পর্তুগালের রাজধানী লিসবনে লায়ন্স আবুল হাসনাতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে | শুক্রবার বিকেলে ওসিতার রেস্টুরেন্টে বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট পর্তুগালের উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয় | এ সময় পর্তুগালে বসবাসরত বিপুল সংখ্যক বিয়ানীবাজারের প্রবাসীরা উপস্থিত ছিলেন |
বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট পর্তুগালের সভাপতি শাহাজান আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদ আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুস্টানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম রিপন , সফিউল আলম, ফখরুল ইসলা, সাফুল ইসলামন,জেকসন আজান,বেলাল আহমন, নজরুল ইসলন, আলী হোসেন,নুরুল হাছান প্রমুখ |
সংবর্ধনা অনুস্টানে বক্তারা বলেন,জনহৈতেসি সমাজ সেবক ও রাজনীতিবিদ আবুল হাসনাত সারাটি জীবন মানব সেবায় কাজ করে চলেছেন | তাঁর নিঃস্বার্থ কর্ম জীবনে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে সমাজ বদলে দেবার বিনির্মানে তিনি কাজ করেছেন | বর্তমানে তিনি প্রবাসীদের নিয়ে কাজ করবেন বলে বক্তারা আশা ব্যক্ত করেন |