বিচারপতি আব্দুল হাসিব ও ক্রীড়া সংগঠক নুরুল হক স্মরণে প্যারিসে স্মরণ সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:২০,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
মোয়াজ্জেম হোসেন কামাল
প্যারিসে সদ্য প্রয়াত সাবেক বিচারপতি আব্দুল হাসিব ও বাংলাদেশ সরকার কর্তৃক পুরস্কার প্রাপ্ত দেশ সেরা বিদ্যুৎসাহী সমাজকর্মী এবং বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হক স্মরণে স্মরণ নভা অনুষ্টিত হয়েছে | সোমবার বিকালে গার দো নর্দের একটি রেস্তুরায় শ্রীধরা – নবাং ওয়েল ফেয়ার ট্রাস্ট ফ্রান্সের উদ্যেগে এ সভা অনুষ্টিত হয় | এ সময় বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন্স আবুল হাসনাতকে ফ্রান্সে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় | অনুষ্টানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন |
ট্রাস্টের সভাপতি পারভেছ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেংবর্ধংবর্ধিত অতিথি আবুল হাসনাত, আমিনুর রশিদ টিপু, আহমদ খালেদ মুসা, লোকমান আহমদ আপন, মোয়াজ্জম হোসেন কামাল, জয়নাল হোসেন, আশরাফ উদ্দিন ছোটন, জাকারিয়া আহমদ প্রমুখ |
সভায় বক্তারা মরহুমদ্বয়ের বর্নাঢ্য জীবনের উপর বিষদ আলোচনা করেন |
পরে বিচারপতি আব্দুল হাসিব ও ক্রীড়া সংগঠক নুরুল হকের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম।