স্পেনে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৫৪,অপরাহ্ন ২৬ জুন ২০১৯ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
কবির আল মাহমুদ, স্পেন:
বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন স্থানীয় সময় রাতে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুবেল সামাদ।
সভায় স্বাগত বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মোজাম্মেল হক মনু, সুহেল আহমদ শামসু, রমিজ উদ্দিন, নাজমুল ইসলাম নাজু, হেমায়েত খান, আকবর শেঠ, ছায়েদ মিয়া, ছালাউদ্দিন, কামরুল ইসলাম, আজহার মিয়া। এসময় উপস্থিত ছিলেন মিল্টন ভূঁইয়া কচি, আবু জাফর রাসেল, সৈয়দ মাছুদুর রহমান নাছিম, শামীম আহমেদ, ইউনুছ আলী, জাকির চৌধুরী প্রমূখ।
সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। তিনি প্রবাসে বিএনপি‘র নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করারও আহ্বান জানান।