কাতারে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৩৩,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
কাতার প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশ, নান্দনিক আয়োজন ও স্বতস্ফুর্ত অংশগ্রহনে কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রবাসীদের সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দোহার অভিজাত ঘরোয়া রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি জোবায়ের খাঁন এর সভাপতিত্বে ও সহ সভাপতি সাইন উদ্দিন রুহেলের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সিসি, আব্দুস সাত্তার, মোঃ কপিল উদ্দিন, মাহবুবর রহমান চৌধুরী বাবু, শরিফুল হক সাজু।
সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার আবদুল ওয়াদুদ,সুরমান আলী মানিক,কুটি মিয়া, সংবিধান প্রণেতা নজরুল ইসলাম মাস্টার।
অনুষ্ঠানে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসান,সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, সদস্য রুমের উদ্দিনসহ আরোও অনেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী, আহমেদ মালেক, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব,সহ সভাপতি জোবায়ের হোসাইন জাইন, জয়নাল আবেদিন, মঈন উদ্দিন,
দুলাল আহমেদ, বেলাল আহমেদ, জামাল আহমেদ, তারেক আহমেদ, সুমন আহমেদ, হাসানুজ্জামান, মাহমুদুল হক,সাইদুল ইসলাম, সদর উদ্দীন রাহেল,আজাদ উদ্দিন
মাছুম আহমেদ, সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদ কাতার এর সভাপতি এসকে লোকমান সিদ্দিকী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক গোলাম ইসহাক লিমন শাহ্সহ প্রমুখ।
নিজেদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী , রাজনীতিবিদ ও পেশাজীবি বিশিষ্ট জনের উপস্থিতিতে অনুষ্ঠান ছিলো প্রাণোচ্ছল।