কাতারে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন
প্রকাশিত হয়েছে : ৮:২৮:২৪,অপরাহ্ন ০৪ জুন ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্হানীয়দের পাশাপাশি কাতারে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা।
আজ মঙ্গলবার ভোর ৫ টায় কাতারের জাতীয় মসজিদসহ প্রায় ৩০০,র অধিক মসজিদে একযোগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ পুরুষ মুসল্লীদের পাশাপাশি নারীরাও এসব মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
প্রতিটি মসজিদেই ছিলো মুসল্লীদের আগমনে ভরপুর, মসজিদের ভিতরে জায়গা না হওয়াতে অনেকেই বাহিরে নামাজ আদায় করেন।
কাতারের বাঙালী অধ্যুষিত এলাকা সারে আসমাক,দোহা জাদিদ,নাজমা,মনসুরা,
মুনতাজা,মাইজার, সানাইয়া,আল খোরসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কাতারে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা নামাজ আদায় করেন।
ঈদের নামাজকে কেন্দ্র করে এসব এলাকা হাজারো প্রবাসী বাংলাদেশির মিলনমেলায় পরিণত হয়,একে অপরের সাথে ঈদের কোলাকুলি ও কোশলাদি বিনিময় করেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ’র সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।