প্রবাসীদের ঈদ
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:০৩,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৮৩৬ বার পঠিত
লুৎফুর রহমান
প্রবাসিদের ঈদ মানে তো দেশে দেয়া টাকা
ঈদের জামা পরবে সবে খুকি মামা কাকা।
প্রবাসিদের ঈদ মানে তো মিথ্যা কথার ছল
‘কিনছি মাগো আমার জামা’ চোখের কোণে জল
খুশির ভানে ভাসতে তারা দেয় ভিডিও কল।
খোকা বিহিন ঈদ সকালে মা ঠিকই যে কাঁদে
চোখের জলে ভাসে সেমাই, সেমাই যখন রাঁধে।
প্রবাসিদের ঈদ মানে তো লুকিয়ে রাখা খায়েশ
স্মৃতির পাতায় চোখে ভাসে মায়ের হাতের পায়েশ
বাবার বুকে কোলাকুলি বোনের হাতের ক্ষীর
কেউ দেখে না প্রবাসিদের বুকে কতো চির।
নিজে কেনার নয়তো সময় সবাইকে দেয় তারা
চায় যে তারা পরিবারের খুশি থাকুক সারা।
প্রবাসিরা ঈদের দিনে ঘুমিয়ে করে পার
গল্প করে বউ বাচ্চা ভাই এবং মার।
কেউবা আবার দালান পাশে সেল্ফি সদা তুলে
মেকি সুখের নাটক করে কষ্ট কিছু ভুলে।
সবার সুখে হাসে তারা ঈদ তাদেরই তাতে
দেশের মানুষ প্রবাসিদের খুশি রেখো সাথে।