রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বর্ষবরন উৎসব
প্রকাশিত হয়েছে : ২:১৬:৫৪,অপরাহ্ন ০৯ মে ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে যুব ব্যবসায়ী সমিতির আয়োজনে বর্ষবরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে প্রতি বছরের ন্যায় জমকালো বর্ষ বরন অনুষ্ঠানের আয়োজন করে। পুরুষের লাল রংয়ের পাঞ্জাবী আর মহিলাদের সবুজ শাড়ীতে পুরো রেষ্টুরেন্ট ফুটে উঠে।
বর্ষবরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল। সাধারন সম্পাদক মাহাবুবুর রহমানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান,সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম,বৃহত্তর ঢাকা সমিতির সাধারন মঞ্জুর আহমেদ মঞ্জু,সহ আরো অনেকে। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ওসমান গনি, প্রধান উপদেষ্টা তাফসির আলম, সহ সভাপতি সাইফুল ইসলাম সফিল আবু আহম্মদ শহিদুল্লাহ, ১ নং যুগ্ন সাধারন সম্পাদক নুর কবির, মোল্লা খোকন, জাহাঙ্গীর হেসেন, সাংগঠনিক সম্পাদক রাফিকুল ইসলাম শিপন, কোষাধক্ষ মহি উদ্দিন ,সহ কোষাধক্ষ আলী খান, ইকবাল বেপারী, নুর হোসেন, মাহামুদুল হাসান সবুজ,,ওলি উল্লাহ, মোঃ রফিক, এম ডি ইয়াছিন, ইয়াসিন মোল্লা,সাংস্কৃতিক সম্পাদকঃ মাহমুদূল হাসান সবুজ‘সহ সাংস্কৃতিক সম্পাদকঃ ইফতেখার আলম ফারুক,ক্রিয়া সম্পদকঃ সাইফুল ইসলাম রুবেল।
যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির মিলন মেলায় যেন সে আনন্দের বন্যায় হাসি আনন্দে মেতেছিল সবাই। গানে গানে হারিয়ে যাওয়া, বাহারি পোশাকে ও সাজে সকলের স্বতঃস্ফুর্ত আগমনে সেই চিরাচরিত বাংলার রূপই যেন ধরা পরছিলো। নতুন বছরে নতুন করে বিশ্বকে দেখার, দেখানোর তাগিদ নিয়ে নতুন কে বরন করে নেবে বিশ্বের সাথে তাল রেখে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি। নতুন মানেই চির তরুন, নতুন মানেই এগিয়ে যাওয়ার স্বপ্ন।তাই নতুন বছর মানেই ছোট বড় সবার কাছে নতুন দিনের প্রেরণা, নতুন ভাবে জেগে ওঠার তাগিদ, অনিষ্টের বিরুদ্ধে নতুন করে লড়াই করার স্বপ্ন।
আর সেই স্বপ্ন কে বাস্তব রুপ দিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে নতুন বছর যুব উন্নয় ব্যবসায়ী সমিতির সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা করেন।শিল্পি তাহেরুল ইসলাম,মাহমুদুল হাসান সবুজ এবং মনিকার গানে মেতে উঠে সবাই।