নুসরাত হত্যাকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৫:০৪:১২,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ধর্ষক ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সোমবার বিকেলে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে প্রগ্রেসিভ ফোরাম ও মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।
নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দোলার ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘এই ধর্ষককে বাঁচাতে সোনাগাজীর যে বিশেষ মহলটি তৎপর রয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সেইসঙ্গে সোনাগাজী থানার প্রাক্তন ওসি মোয়াজ্জেম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ চিত্রশিল্পী মতলুব আলী, প্রগ্রেসিভ ফোরাম সভাপতি খোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, যুুক্তরাষ্ট্র মহিলা পরিষদ সভাপতি শামসাদ হুসাম, সাধারণ সম্পাদক সুলেখা পাল, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, ওবায়দুল্লাহ মামুন এবং নুরে আলম জিকু প্রমুখ। সৌজন্য – সমকাল