জাল নোটের অভিযোগে পশ্চিমবঙ্গে দুই বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ৭:০০:৪৭,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৮ | সংবাদটি ২০৯ বার পঠিত
প্রবাস ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশের সময় জাল নোটের অভিযোগে দু’জন বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটকদের আদালতে তোলা হলে দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের কাজ শেষ করে ভারতের প্রবেশ করেন ঢাকার মিরপুরের বাসিন্দা মহম্মদ জোসেফ ও মহম্মদ রাকিব। তখনই ভারতীয় শুল্ক বিভাগের গোয়েন্দারা দাবি করেন, ওই দুই বাংলাদেশির ব্যাগ থেকে আট হাজার টাকার ভারতীয় জাল নোট পাওয়া গেছে।
বুধবার আটকদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখানো হয় এবং বৃহস্পতিবার স্থানীয় বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
গ্রেফতার হওয়া দু’জন পুলিশকে জানিয়েছে, তারা এই জাল নোট বহন করেনি। কেউ ষড়যন্ত্র করে তাদের ব্যাগে ওই টাকাগুলো রেখে দিয়েছিল। পুলিশ তাদের বক্তব্য শুনে সে বিষয়ে তদন্ত শুরু করেছে।
পেট্টাপোল সীমান্তের শুল্ক দফতরের সুপার অর্কপ্রভ বন্দোপাধ্যায় এ বিষয়ে জানান, শুল্ক দফতরে ব্যাগেজ পরীক্ষার সময়ই দু’জনের ব্যাগ রেখে ইমিগ্রেশন শাখায় চলে যান। কিছু সময় পর দু’জন পাসপোর্ট এন্ট্রি সিল মেরে শুল্ক দফতরে আসেন।
সেখানে তাদের ফেলে যাওয়া ব্যাগের সন্ধান করেন। তখনই একজন কর্মকর্তা তাদের ব্যাগ খুঁজে পান এবং সেই ব্যাগের মধ্যে ওই জাল নোটগুলো পাওয়া যায়।
শুল্ক কর্মকর্তার আরও দাবি, দুইটি ব্যাগের মধ্যেই একটি করে কাগজের প্যাকেটে তিনটি করে দুই হাজার রুপির নোট এবং চারটি করে পাঁচশত জাল ভারতীয় নোট পাওয়া যায়।