প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ৮:১৫:৫৪,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২৫ | সংবাদটি ১০ বার পঠিত
নাজিরা শিলা, প্যারিস :
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় দেড়কোটি প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দুতাবাস প্যারিসের সম্মুখে বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের সার্বিক তত্বাবধানে এ সমাবেশের আয়োজন করা হয় ।
সমাবেশে বিভিন্ন শ্রেনীর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন ।
সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্টানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম ।
সমাবেশে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গোলাম ফারুক ভুইয়া,আইসা প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন , বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইউরো বার্ত সম্পাদক মুহাম্মাদ নুরুল ইসলাম ,সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্ণা , নয়ন মামুন, ব্রান্ড এম্বাসাডর ইডনি মুসলিম উদ্দিন,ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক হিমু প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে । অথচ কোন সরকারই প্রবাসীদের সঠিকভাবে মূল্যায়ন করেনি । যা স্পষ্টতই সংবিধান ও মানবাধিকার পরিপন্থি ।
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় দেড়কোটি প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে সমাবেশ শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দুতাবাস কর্মকর্তা ওয়ালিদ বিন কাশেমের নিকট হস্তান্তর করেন ।