প্যারিসে স্বরলিপির বৈশাখী উৎসব
প্রকাশিত হয়েছে : ৯:০২:০৬,অপরাহ্ন ১৮ জুন ২০২৫ | সংবাদটি ১৫ বার পঠিত
শিব্বির আহমদ, প্যারিস :
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমূখর পরিবেশে বাঙ্গালীয়ানার মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদ্যাপিত হয়েছে বাঙালির প্রাণের বৈশাখ উৎসব।
গতকাল রোববার (১৫ই জুন) স্থানীয় সময় বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স তাদের সংগঠনের ব্যানারে এবার ১৮তম আয়োজন করে । উৎসবে ছিলো শোভাযাত্রা, নাচ,গান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের ।
এবারের উৎসবে আবহাওয়া ভালো থাকায় জনসমাগম ছিল লক্ষনীয়।দুপুর থেকেই প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ঢল নামে উৎসবপ্রিয় বাংলাদেশিদের।
নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স।
লোকে লোকারণ্য বৈশাখী উৎসবে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল সরকারের প্রণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহগ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ববিনি ৯৩ এর মেয়র মি. মারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় মাহিলা ক্রিকেট দল ফ্রান্স ফেডারেশনের সদস্য ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেলা ঊপলক্ষে বিভিন্ন প্রকার পন্যের ষ্টল বসে রিপাবলিক চত্বরে।এ সময় মেলা প্রঙ্গন শত শত প্রবাসীদের আগমনে মুখরিত হয়ে ওঠে।
বৈশাখী উৎসব উপলক্ষে প্রবাসের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ছিল ভিন্নধর্মী আয়োজন।
প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশ প্রেম ও দেশের ঐতিহ্য ধারন এবং লালন করতে সহায়ক হবে,এমটাই মনে করেন আয়োজকরা ।
বৈশাখী মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি, লাবনী রিজ, হাসি রানী, মিষ্টি বিশ্বাস।
এসময় তারকা অভিনেত্রী রেহানা রাখি তার অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।