ফ্রান্সের তুলুজে বৈশাখী উৎসব
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৫৮,অপরাহ্ন ১৩ জুন ২০২৫ | সংবাদটি ১৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ব্যপক উৎসাহ আর আনন্দের মধ্যে দিয়ে ফ্রান্সের পিন্ক সিটি খ্যাত তুলুজ শহরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
রোববার দিনব্যাপী স্থানীয় একটি পার্কে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্স’র উদ্যোগে অনুষ্টিত হয় এ অনুষ্ঠানের ।
আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিপুল সংখ্যক প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে স্প্তস্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন ।
আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে উক্ত অনুষ্ঠানমালায় মহিলারা স্বেচ্ছায় তৈরী করেন বাংলাদেশী আইটেমের বিভিন্ন খাবার সামগ্রী।
এরমধ্যে ছিলো বাংগালীদের ঐতিহ্যবাহী খাদ্য পান্তা ভাত, ইলিশ ভাজা, বিভিন্ন পদের ভর্তা, নিমকি, মুরলি, মোয়া, গজা ইত্যাদি । উৎসবে অংশ গ্রহণকারীগন ও আমন্ত্রিত অতিথিরা এসব খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন।
আয়োজন করা হয় বৈশাখী র্যালীর। সকলের অংশগ্রহণে র্যালীটি হয় আরো প্রানবন্ত । এসো হে বৈশাখ এসো এসো গান গেয়ে গেয়ে পার্কটি পরিদর্শন করেন অতিথিবৃন্দ । এসময় সমবেত কন্ঠে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাক্য “শুভ ননববর্ষ ” উচ্চারণ করার পরপরই উৎসবের বিভিন্ন কার্যক্রম আরো উপভোগ্য হয়ে ওঠে। মহিলাদের হরেক রংয়ের শাড়ী এবং পুরুষদের বাঙ্গালী পোশাক , মংগল শোভাযাত্রা, নাচ, গান, বাচ্চাদের খেলাধুলা , বাংলা ভাষার কোলাহল সহ বিভিন্ন কর্মকান্ড বহু ফরাসি ও ভীন দেশী মানুষের নজর কাড়ে।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্সর সভাপতি যোষেফ ডি কস্তা, সাধারন সম্পাদক মার্ক রায় ।
সংগঠনের সহ সাধারণ সম্পাদক রিকি পি রোজারিও এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ ,সাংস্কৃতিক সম্পাদিকা গ্লোরিয়া রোজারিয়াসহ অনেকে ।
এ সময় বক্তারা বলেন, পহেলা বৈশাখ সকল বাঙ্গালীর প্রাণের উৎসব। এই উৎসব বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে সাংস্কৃতিক মেলবন্দন তৈরী করে। প্রবাসে অবস্থানরত সকল বাঙ্গালীকে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি তোলে ধরতে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এ ধরনের অনুষ্ঠান আরো বেশী করা উচিত।