ফ্রান্সে শিল্পী তুফান চাকমার একক চিত্রপ্রদর্শনী পাহাড়ে ঘুম পাড়ানির গান
প্রকাশিত হয়েছে : ২:৩১:৩০,অপরাহ্ন ১১ জুন ২০২৫ | সংবাদটি ১৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে শিল্পী তুফান চাকমার পাহাড়ের ঘুমপাড়ানির গান’শীর্ষক একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ও রোববার দুদিন ব্যাপী মোরেট লৌইং এট অরভান শহরের রোল্যান্ড ড্যাগনাউড মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
মানবাধিকার সংগঠন জুম্মদের কন্ঠস্বর আয়োজিত চিত্রপ্রদর্শনীটি জুম্ম শিল্পী তুফান চাকমার এটি প্রথম একক চিত্রপ্রদর্শনী ।
দুদিন ব্যাপী আয়োজিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রানী ইয়ান ইয়ান ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরে শহরের মেয়র ডিক্রান জাকেওসিয়ান , জুম্মদের কন্ঠস্বর’ এর সভাপতি রেমি ফ্লেগিয়ের ,সহ-সভাপতি মেকসুয়েল চাকমা ।
এ সময় তুফান চাকমা জুম্ম জনগণের অস্তিত্ব ও আত্মপরিচয়ের এক শক্তিশালী দলিল হিসেবে তাঁর প্রতিটি শিল্পকর্মের অন্তর্নিহিত গল্প, রঙের ব্যবহার ও প্রতীকী ব্যাখ্যা অতিথিদের কাছে তুলে ধরেন।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন জুম্মদের মানবাধিকার, ঐতিহ্যগত সংগ্রাম এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অধিকারের দাবি।
জুম্ম ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী আরিয়া চাকমা, শায়রি ও উলা মারমা প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন “জুম্মদের কন্ঠস্বর” এর মুখপাত্র বাপ্পি চাকমা, সভাপতি রেমি ফ্লেগিয়ের, সেক্রেটারি পার্থ দেওয়ান, শ্রদ্ধেয় রানী ইয়ান ইয়ান ও শিল্পী তুফান চাকমা।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সদস্য রিগ্যান চাকমা। নৃত্য পরিবেশন করেন শায়রি, উলা মারমা, শেলি চাকমা, এবং যৌথ নৃত্যে অংশ নেন তমেলি ত্রিপুরা ও তারই কন্যা খাতিমা ত্রিপুরা। কবিতা আবৃত্তি করেন আর্টিস্ট মৃদুলী চাকমা।