এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : 1:13:47,অপরাহ্ন 27 August 2025 | সংবাদটি ৬০ বার পঠিত
আবু তাহের রাজু,প্যারিস :
প্রবাসের মাটিতে শেকড়ের টান সবসময়ই থাকে গভীর, আর সেই টানেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন “স্মৃতি রোমন্থন : হৃদয়ে বিয়ানীবাজার”।
বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফ্রান্স প্রবাসী সন্তানরা এ অনুষ্ঠানে মিলিত হন হৃদয়ের আহবানে। শৈশব-কৈশোর, শিক্ষাজীবন, গ্রামের মাঠ, নদী, স্কুল—সব ফিরে আসে গল্প-আড্ডায় আবেগের বাঁকে।
মূলতঃ যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবিটিভির অন্যতম পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব মাশুকুল ইসলাম খানের ফ্রান্স ভ্রমণকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যায় প্যারিসের লা কর্নভের আইছা হলে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী লেখক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আড্ডা-স্মৃতিচারণ আর একসাথে রাতের খাবার সব মিলিয়ে যেন ছোট্ট এক টুকরো বিয়ানীবাজার গড়ে উঠেছিল প্যারিসের লা কর্নভে।
অনুষ্ঠানের শুরুতেই বিয়ানীবাজার উপজেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করা হয়।
সামাজিক এসোসিয়েশন আইছা’র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক উবায়দুল্লাহ কয়েছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাশুকুল ইসলাম খান। এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল ফ্রান্সে সামাজিক সেবা ও আইনি সহযোগিতাকারী প্রতিষ্ঠান আইছা প্রো এবং গ্রামভিত্তিক বৃহৎ সামাজিক সংগঠন কালাইউরা একতা ফাউন্ডেশন, ফ্রান্স।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।






