প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:১৭,অপরাহ্ন ২৫ আগস্ট ২০২৫ | সংবাদটি ১৯ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল,প্যারিস :
বর্ণাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে প্যারিসে বিকশিত নারী সংঘের একযুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে ।
রোববার (২৪ আগষ্ট) ফ্রান্সের লা কর্নভের বিডি কমিউনিটি হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
“আমরা নারী; আমরা পারি” শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে যা কিছুই হয়েছে তা নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টার ফল।একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে নারী ও পুরুষের একে অপরের সহায়ক না হলে ; সেই রাষ্ট্রকে স্বার্থক বলা যাবেনা।
তারা বলেন, সেই আদিম যুগে নারীদের কোনো অধিকারই ছিলনা।নারী হিসেবে জন্ম নেওয়াই ছিল পাপ।সভ্যতার ধারাবাহিকতায় নারী তার সত্যিকার অধিকার আস্তে আস্তে ফিরে পেয়েছে।আজ পৃথিবীময় নারী তার অধিকার আদায়ের প্রশ্নে স্বার্থকতার পরিচয় দিয়েছে।
আগামীর শান্তিপূর্ণ পৃথিবী বির্নিমানের প্রশ্নে নারী ও পুরুষকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।
অনুষ্ঠানে ফ্রান্সে স্ব – স্ব ক্ষেত্রে অবদান রাখায় গুনিজন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সাংবাদিক আবু মামুন আজাদ, প্রাপ্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স , ফ্রান্স বাংলাদেশ প্প্রেসক্লাব, ইউরো বাংলা প্রেসক্লাব,এফবিজাএ, আহসানুল হক বুলু, নারী উদ্যোক্তা ফিরোজা বেগম,রুবীনা বেগম, বিউটি চৌধুরী, সঙ্গীতে শিল্পী দাস,সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আমি ভয়াজ, ব্যবসায় ইদনী মুসলিম উদ্দি, সমাজ সেবায় এনকে নয়ন, অনলাইন পোশাক শিল্পে ভূমিকার জন্য নুসরাত ক্লোজ, ব্যবসায় জলি অপটিকস, সমাজ সেবায় বিসিএফ, সঙ্গীতে জয়িতা বরুয়া, অন লাইন ব্যবসায় জাহিদা আক্তার, শিক্ষায় বদরুল বিন হারুন, সঙ্গীত মৌসুমী চক্রবর্তী ও নৃত্যে বিশেষ অবদানের জন্য শরিফুল ইসলাম প্রমূখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।