প্যারিসে এসএ ওয়াল্ডের উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ৪:২৮:৫৪,অপরাহ্ন ০৩ আগস্ট ২০২১ | সংবাদটি ৬০০ বার পঠিত
আবুল কালাম মামুন
ফ্রান্সের রাজধানী প্যারিসের মাজেন্ডাতে এস এ ওয়াল্ডের আনুস্টানিক যাত্রা শুরু হয়েছে | রবিবার বিকেলে প্রতিস্টানটির শুভ উদ্ভোধন করা হয় | এ সময় প্যারিসে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |
উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুস্টানে প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী সাব্বির আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জে,এম,জি কার্গ ইউরোপের পরিচালক দাতু মো: এবাদত হোসেন |
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানষী সুইটের পরিচালক জুয়েল আহমেদ, বিডিএরোমার পরিচালক লোকমান হোসেন, বদরুল আহমেদ, আতিকুর রহমান প্রমূখ |
এ সময় অথিতিরা বলেন, এরকম ব্যবসা যেমন বাংলাদেশীদের কর্মক্ষেত্র বৃদ্ধি করে তেমনি দেশের অর্থনীতিও মজবুত করে ৷ পরে ব্যবসার উন্নতি ও বিশ্ব থেকে করোনা মহামারী কেটে নবরুপে আবারো পৃথিবী আলোকিত হোক সে কামনায় আশাবাদ ব্যক্ত করে মোনাজাত করেন এবং কেক কেটে প্রতিস্টানটির শুভ সুচনা করেন |