ইতালিতে মার্কেটে কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:২৩:১৫,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ইতালিতে মার্কেটে কেনাকাটা করতে গিয়ে মো. মাসুদ রানা নামে (৪১) এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রবাসীরা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে সুপার মার্কেটে কেনাকাটা করতে গিয়ে মাসুদ রানা হঠাৎ রাস্তায় ঢলে পড়ে মারা যান।
রাজধানী রোমের তুসকোলানা এলকায় এ ঘটনা ঘটে। তার দেশের বাড়ি ঢাকার দোহারের ঝনকি গ্রামে। ধারনা করা হচ্ছে রানা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মাসুদ রানার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ইতালিস্থ ঢাকা জেলা সমিতির সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক ও সাংগঠনিক সম্পাদক দিপক মুখার্জীসহ রোমে প্রবাসী বাংলাদেশিরা।