প্যারিসে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক
প্রকাশিত হয়েছে : ৫:০৬:২৬,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ৮ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদক :
প্রবাসীদের ঐক্য ও মাতৃভূমির কল্যানে কাজ করার প্রত্যয়ে প্যারিসে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নব গঠিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকালে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টের হলরুমে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দশটি সংগঠনকে তাদের বিভিন্ন কার্যক্রমের সফলতার স্বীকৃতি সরুপ সম্মাননা প্রদান করা হয়।
শেখ রায়হান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন
হাফিজ মাওলানা জিল্লুর রহমান।
সংগঠনের যুগ্ম সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েকের যৌথ পরিচালনায় অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান , ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ সংগঠ ওয়াহিদ ভার তাহের, খায়রুল আমীন খসরু,হাফিজ এখলাছুর রহমান রাজু,প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনায়েত হোসেন সুহেল, হাফিজ দুলায়েত, ওভারভিলা কমিউনিটি মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা শাহিন আহমদ,আবু সিদ্দিক আনছারি, প্রবীণ সংগঠক নুর খান, শাহ মিলাদুর রহমান জুমার , সাইদ আহমদ খালেদ আহমদ ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, সামছ উদ্দিন কামালবাজার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব সামছ উদ্দিন প্রমুখ ।
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম, প্রবাসী কল্যাণ ফান্ড গঠন এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন,যুগ্ম সম্পাদক সাহেদ আহমদ , বালাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শেখ আসাদ আহমদ, জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের যুগ্ম সম্পাদক শামীম আহমদ,বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের সাধারণ সম্পাদক নাজমুল কবির , মৌলভীবাজার প্রবাসী কল্যান সংস্থা ফ্রান্সের সভাপতি আফজাল হোসেন , ফেঞ্চুগঞ্জ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারন সম্পাদক ইমরান আহমদ ও কামালবাজার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল মান্নানকে সাংগঠনিকভাবে কাজে সফলতার জন্য সম্মাননা প্রদান করা হয় এবং নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টা শানুর আলী ও আব্দুল আলীকে বিশেষ সম্মাননায় ভুষিত করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী।










