স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের দূতাবাস ফ্রান্সের জাঁকজমক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১:৩১:৪১,অপরাহ্ন ০৪ মে ২০২৩ | সংবাদটি ২৭৫ বার পঠিত
এনায়েত সোহেল ,প্যারিস :
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাঁকজমক এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিস ষোল’রঅডিটোরিয়াম হলে ফ্রান্সে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে আয়োজন করা হয় এ সংবর্ধনা সভা।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
রাষ্ট্রদূত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অভ্যাগত অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাসহ তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথাও উল্লেখ করেন।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বক্তব্যে রাখেন ,ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক রিজিওনের পরিচালক বেনুয়া গিদে।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,দেশটির সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ফ্রেন্স উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে লাখো শহীদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা, আর বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরা হয় আমন্ত্রিত সকলের সামনে।
পরে অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।