ফ্রান্সে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সহায়তায় রাষ্ট্রদূতের অনলাইনে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১:০৩:২৪,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৯০৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
মহামারী করোনা ভাইরাসের (C-19) সংক্রমণ প্রতিরোধের জন্য ফ্রান্স সরকার ঘোষিত লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে অনলাইনে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত মতবিনিময় শুক্রবার বিকেলে সাড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটির রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার ৩০ জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের উত্তরণের পন্থা,বিভিন্ন সমস্যা সমাধান ,আবাসন,চিকিৎসা ও ফান্ড রাইজিংয়ের ব্যাপারে দীর্ঘ আলোচনা করেন।
পরে সাত,নয় অথবা এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন এম এ কাশেম, কাজী এনায়েতুল্লাহ ,মুক্তিযোদ্ধা জামিউল ইসলাম মিয়া , সালেহ আহমদ চৌধুরী,মিজান চৌধুরী মিন্টু ,শাহীন আরমান চৌধুরী,কিরণময় মন্ডল,মিজানুর রহমান,আ ক ম ফখরুল সেলিম, শুভ্রত শুভ,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, রাব্বানী খান,ম এমডি নূর,আকাশ হেলাল,লুৎফুর রহমান বাবু,এমদাদুর রহমান স্বপন ,আবু তাহির দুলাল ,এস এম মাহবুবুল আলম, সেলিম ওয়াদা শেলু, আলী হোসেন, মাম হিমু, সাইফুল ইসলাম,ফয়সাল দ্বীপ ,আনিশা রহমান,দিলারা বেগম,নির্জর অধিকারী , মোহাঃ মহসিন প্রমুখ।