কানাডা ছেড়ে যাচ্ছে অভিবাসীরা
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:০৯,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৭৩ বার পঠিত
সাইফুল্লাহ মাহমুদ দুলাল,কানাডা থেকে :
এক নয়, একাধিক গবেষণায় দেখা গেছে, অভিবাসীরা অন্য কোথাও সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ক্রমবর্ধমান হারে কানাডা ছেড়ে যাচ্ছেন। চলতি বছর থেকে জুন এই ছয় মাসে কানাডা ছেড়েছে ৪২ হাজার নাগরিক। গত বছর ২০২২ সালে স্বপ্নের দেশ ছেড়েছেন ৯৩ হাজার ৮১৮ জন এবং ২০২১ সালে চলে গেছেন ৮৫ হাজার ৯২৭ জন। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যম। সংখ্যা জানা না গেলেও খবরে প্রকাশ, গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ‘সোনার হরিণ’ ফেলে কানাডা ছেড়েছে ২০১৯ সালে।
উল্লেখ্য, ২০২২ সালে কানাডার জনসংখ্যার প্রবৃদ্ধি রেকর্ড পরিমাণ ১০ লাখ বেড়েছে। চলতি বছরেই আরও আগের দিকে দেশের জনসংখ্যাও ৪ কোটির সীমা ছাড়িয়েছে।
একদিকে আসছে ইমিগ্র্যান্ট এবং বাড়ছে শরণার্থী। এই পরিপ্রেক্ষিতে এনভায়রনিকসের সমীক্ষায় জানা যাচ্ছে, ৪৪ শতাংশ কানাডীয় তা ইতিবাচক হিসেবে দেখছে আর এর বিপরীতে নেতিবাচক মনে করছে ৫১ শতাংশ কানাডীয়। একইভাবে বিশ্বের শীর্ষদশ শহরের মধ্যে কানাডার তিনটি শহর স্থান করে নিচ্ছে। পক্ষান্তরে কানাডার অর্থনৈতিক অবনতি, সামাজিক অস্থিরতা, দ্রব্যমূল্যের অসহনীয়, বেকারত্ব ইত্যাদি দেশটিকে স্থবির করে দিচ্ছে।
অন্যদিকে চীন, সৌদি আরব, রাশিয়া, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিও কানাডাকে নানাভাবে সংকটে ফেলেছে।