যুক্তরাষ্ট্রে ১৭৫০টি কবর কিনবে বিয়ানীবাজার সমিতি
প্রকাশিত হয়েছে : ২:১১:৪৭,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ২৬৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপজেলা ভিত্তিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ নিউজার্সির প্রাইনব্রোক কবরস্থানে এক হাজার ৭৫০টি কবর কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব কবর দেশের ৫৫০ উপজেলার অন্তর্গত প্রতিটি গ্রামভিত্তিক সংগঠনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি।
ব্রুকলিনের ওজনপার্ক স্কাইলাইন মমোস হলে ২৩ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জু মিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুবের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিতে নিউজার্সির পাইনব্রোকে কবরস্থানে এক হাজার ৭৫০টি কবর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ২০০ কবর সংগঠনের নামে রাখা হবে।
সভায় নাজমুল হক মাহবুুব জানান, গ্রামভিত্তিক সংগঠনগুলো তাদের নামে বরাদ্দ কবরগুলোরর মূল্য কিস্তিতে পরিশোধ করবে। ফলে আঞ্চলিক সংগঠনগুলো এ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে গেলে মূল সংগঠনের ওপর চাপ কম পড়বে। তারা সংগঠনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজর দিতে সক্ষম হবে। বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে একজন বিজ্ঞ অ্যাটর্নি বিষয়টি তদারকি করছেন। তার সুচিন্তিত আইনি মতামতের পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা বুরহান উদ্দিন কফিল, সাবেক সভাপতি মাকসুদুল হক ছানু, উপদেষ্টা আহমদ এ হাকীম ও হাজী শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, খাসাড়িপাড়া সমিতির সভাপতি সামছুল আবেদীন, ছোটদেশ সমাজকল্যাণ সংস্থার সভাপতি কামাল আহমেদ, শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষে আহমেদ মোস্তফা বাবুল, পাতন আব্দুল্লাপুর সমিতির সভাপতি আব্দুর রহিম কাদির ও জহির উদ্দিন জুয়েল, বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সম্পাদক আফজল মিয়া শামীম, তিলপাড়া সমিতির পক্ষে নজিবুল ইসলাম, ফেনগ্রামের পক্ষে আলতাফ চৌধুরী আলতা, দেউলগ্রামের পক্ষে সামাদ আহমেদ ও নুরুল হক, কোনগ্রামের পক্ষে আব্দুল হামিদ, ফুলতলী জামে মসজিদের পক্ষে জামাল হোসেন, মাদানী মসজিদের পক্ষে মো. এসএম রহমান বাবুল এবং গোলাব শাহ সমাজকল্যাণ সংস্থার পক্ষে আখতার হোসন মুক্তা প্রমুখ।
উপস্থিত সকলে প্রত্যেকে তাদের বক্তব্যে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর ভূয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।