ফেসবুক লাইক গোনার সুযোগ বন্ধ হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১:২৬:১৩,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১১১৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফেসবুকে কোনো পোস্ট করলে সবাই সাধারণত কত লাইক পড়েছে এটা গুনতে থাকে। বেশি লাইক যারা পায়, তাদের অনেকেই এখন নিজেদের ফেসবুক সেলিব্রেটি হিসেবে পরিচয় দেন। আবার অনেকেই ফেসবুকে লাইক দিয়ে বার বার নোটিফিকেশন দেখে গুনতে থাকেন কত লাইক পড়ল। এবার ব্যবহারকারীদের লাইক গোনার সুযোগ বন্ধ করতে চলেছে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তথ্যপ্রযুক্তি ভিত্তিক সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে তুলনা করা থেকে বিরত রাখতে পোস্টের লাইক গোনা অপশন শিগগিরই বন্ধ করতে পারে ফেসবুক। ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ইতিমধ্যে লাইক গোনা অপশন বন্ধ করে দিয়েছে। কানাডা ও ব্রাজিলসহ সাত দেশে পরীক্ষামূলকভাবে এ অপশন বন্ধ করেছে তারা। ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও গোনা যাবে না পোস্টের নিচের মোট লাইক। সব লাইক গোনা না গেলেও মিউচুয়াল যেসব ফ্রেন্ড লাইক দেবেন তাদের নাম দেখা যাবে। ফেসবুক জানিয়েছে, যাদের পোস্টে কম লাইক পড়ে তারা বেশি লাইক পাওয়া ব্যক্তিদের চেয়ে নিজেকে হেয় মনে করেন। তাদের পোস্টটি সঠিক নয় মনে করে মুছে দেন। লাইক গোনা বন্ধ হলে এ সমস্যা থাকবে না। তবে অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ হিতে বিপরীত হতে পারে। লাইক গোনার অপশন না থাকলে ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক পোস্ট দিতে অনীহা তৈরি হতে পারে। এদিকে কবে নাগাদ উদ্যোগটি বাস্তবায়িত হবে এ সম্পর্কেও কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।