বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪:২১:০৭,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ১৯ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স।
বুধবার বিকেলে আসরের নামাজের পর ক্যাথসীমাস্থ বাংলাদেশ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারন সম্পাদক নাসিম আহমেদ সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস ,সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ তালুকদার ,সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম,ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা ,যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার , কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার, আব্দুর রহিম মিয়া, ফারুক আহমেদ ,আবু বক্কর আবুসহ ফ্রান্স যুবদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সাহস জোগাবেন, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরাট হাতিয়ার হিসেবে কাজ করবে।’
বাংলাদেশের জনগণের কল্যাণে সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা।
ফ্রান্স যুবদলের সাধারন সম্পাদক নাসিম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া দোয়া মাহফিল পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।







