ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ২৮ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, বিশিষ্ট শিল্পপতি, লেখক ও সমাজসেবক ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আসন্ন নির্বাচনে ঢাকা ১৭ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ।
তিনি একাধারে অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AEBA)-এর মহাসচিব, প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ফ্রান্স প্রবাসী একজন প্রভাবশালী বাংলাদেশি।
কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যান সাহেবের ভাগ্নে। প্রবাসে অবস্থান করেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।
তিনি বলেন, আমার প্রিয় জন্মভূমি এবং জন্মস্থানের উন্নয়নে আমার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে । দেশ এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার দায়িত্ব পালন করতে চাই । প্রচলিত সব ধ্যান ধারনার বাইরে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরী করতে প্রবাসীদের তাগিদে আমি এ সিদ্ধান্ত নিয়েছি ।
তিনি প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের দাবি দাওয়া আজ উপেক্ষিত, আমি নির্বাচিত হলে এই দুটি বিষয় নিয়ে সবার আগে কাজ করবো, এগুলো হবে আমার সবচেয়ে বড় দায়িত্ব ।
তিনি বলেন, বাংলাদেশের সার্বিক অর্থনীতির মূল চালিকা শক্তির এক অন্যতম উপাদান হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স, দু:খজনক হলেও সত্য হচ্ছে যে এ যাবৎ আমাদের কোনো সরকার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেনি ।আমি এ ব্যাপারে কাজ করতে চাই । বাংলাদেশের জাতীয় স্বার্থে জাতীয় সংসদে সোচ্চার ভুমিকা রাখতে চাই । এরই ধারাবাহিকতায় ঢাকা ১৭ আসনের নির্বাচনি এলাকার সম্মানিত অধিবাসীরা যদি আমার উপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে জনগণের সেবায় আমার উপর অর্পিত দায়িত্ব সম্পুন্নভাবে পালন করবো ।
ঢাকা-১৭ আসনটি বর্তমানে আলোচনায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয় তৎপরতায়। এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজী এনায়েত উল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক নেতৃত্ব তাঁকে এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি কাজী এনায়েত উল্লাহ দীর্ঘ সময় ধরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা)’র মহাসচিব, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও)’র প্রেসিডেন্ট এবং ফ্রান্স-বাংলাদেশ ইকনোমিক চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে দেশ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছেন।






