প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৪:২৪:১১,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ১৬ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদন :
বিসিএফের সহ-সভাপতি জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা,তানিয়া রহমান ও ফারসিনা হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ডিফেন্স এটাচি ব্রিগে: জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ তাহের,আবুল খায়ের লষ্কর,জুনেদ আহমেদ, সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ কয়েছসহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশী।
বিসিএফ রিইউনিয়ন উপলক্ষে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত বিশোষ স্মরনীকা “সহযাত্রী ” এর মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে ।
রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে পাসকৃত শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে টেপ টেনিস চ্যাম্পিয়ন দলকেও মেডেল প্রদান করা হয়।

আরশী বড়ুয়া ভায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোটিভেশনাল স্পীচ দেন দিয়ান আশরাফ এবং ডাক্তার ঐশী খান। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সোমা দাস, জিএম শরিফুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশনায় ছিলো সৃজনশীল, ম্যাডাম উদরীর পরিচালনায় বিশেষ নৃত্য পরিবেশন করে ফ্রেন্স ড্যান্স গ্রুপ।
বিসিএফ এর পরিচালক এমডি নুর এর স্বাগত বক্তব্যে কমিউনিটিকে সাথে নিয়ে বিসিএফকে আরও বেশী সমাজসেবামূলক কাজে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







