গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:২২:১৫,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৫ | সংবাদটি ১৫ বার পঠিত
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ রমজান সোমবার ক্যাথসীমা অভারভিলিয়েস্থ শাহজালাল সুইট এন্ড রেস্টুরেন্টে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ফয়ছাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী ও প্রদান বক্তা ছিলেন সগঠনের উপদেষ্টা নুর খান ।
সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা তাইজুল ফয়েজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশালসমিতি ফ্রান্সের সভাপতি আবদুল মোতালেব খান ,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ,ফয়সাল আহমদ,হাজী মোহাম্মদ কাউসার আহমদ, আকবর খান , জয়নাল আবদীন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত ,সহ-সভাপতি, সালেহ আহমেদ সালেহ ,সহ সভাপতি আনফর আলী, সহ-সভাপতি সাইফুল ইসলাম ,আব্দুল আহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, উপপ্রচার সম্পাদক আতিক হোসেন, সদস্য সাদিকুর রহমান, অমিত চৌধুরী মারুফ, জাবরুল হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনের জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান।
ইফতার পূর্ব দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন অভার ভিলা জামে মসজিদের ইমাম শামসুল রহমান ।