প্যারিসে সামাজিক সংগঠন সাদা হাতির যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ৮:৪২:০৪,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১১ বার পঠিত
আবু তাহের রাজু , প্যারিস :
প্যারিসে আনুষ্ঠানিক ভাবে সামাজিক সংগঠন সাদা হাতির কার্যক্রম শুরু হয়েছে। ‘মানবিক পৃথিবীর পথে’ স্লোগাকে সামনে রেখে সংগঠনটি তাদের যাত্রা শুরু করলো।
রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের বিডি কমিউনিটি হলে বর্ণিল আয়োজনে এ সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘সাদা হাতি’র যাত্রা সম্পর্কে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘পৃথিবীর সৌন্দর্য প্রাকৃতিক এবং মানুষের সুরুচি দ্বারা সৃষ্ট। মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়। শুধু নিজের সুখই নয়, অন্যের সুখের অনুসঙ্গ হওয়াও জীবনের দায়। এতে যে পরম প্রশান্তি মেলে তা জীবনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। ‘সাদা হাতি’ জীবনের আনন্দ উপভোগ করতে চায়, মানবিক পৃথিবী গড়ে তোলায় অংশী হতে চায়।’
নেতৃবৃন্দ সম্পূর্ণ অরাজনৈতিক ও বেসরকারি উদ্যোগ ‘সাদা হাতি’ এগিয়ে নিতে মানবিক মানুষজনদের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিইও সোনিয়া জামান। ইমরান হোসেন ও সাংবাদিক রাসেল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ‘সাদা হাতি’ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম (রনি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, মির্জা ফাউন্ডেশনের মির্জা মাজারুল ইসলাম, সারসেল ক্রিকেটে ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, শামীম আহমেদ ও শাহনাজ আকতার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংঘটনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্পও তুলে ধরেন।
উপস্থিত সুধীজনেরা ‘সাদা হাতি’র উদ্যোগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অগ্রযাত্রার সাফল্য কামনা করে বলেন, ‘নারী-শিশু ও প্রতিবন্ধীসহ মানবিক উন্নয়নের লক্ষ্য নিয়ে মানবিক বিশ্ব গঠনে ‘সাদা হাতি’র পথচলার সারথি হিসেবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।