প্যারিসে ফ্রান্স বিএনপির বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:৩২,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ১৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে ফ্রান্স বিএনপির আয়োজনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মেরি দ্যা অভারভিলিয়েস্থ একটি হলে বিএনপি ও ভ্রাতিপ্রসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সরব উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বিএনপির সভাপতি এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেলজিয়াম বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুল রহমান লিটন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, ফ্রান্স সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বিএনপির সহ সভাপতি এম এ রহিম,যুবদল নেতা আহমেদ মালেক,সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন, বিএনপি নেতা শাহ জামাল, সাইফুল ইসলাম, প্রফেসার তাসলিম উদ্দিন, জাহিদুল ইসলাম শিপার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় একটি দিনের অর্জন নয় এটি চলমান প্রক্রিয়া। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের নেতৃত্বে হয়নি। এদেশের আপামর জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপন লড়াই এর মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাই ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ইতিহাসে জনযুদ্ধ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ মাতৃকার জন্য দোয়া করাকরা হয় এবং ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।