প্যারিসে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৪:৩৪:১১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ১৭ বার পঠিত
মিজানুর রহমান মিজান :
প্যারিসে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকালে শাহজালাল রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মুহিব ।
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনুল হক হেলাল চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন তাজুল ফয়েজ, মোঃ নুর মিয়া, ফয়সাল আহমদ, হাজী মোহাম্মদ কাউসার আহমদ, শওকত আলী( নূর), জয়নাল আবেদীন, শামসুদ্দিন, শরিফ উদ্দিন স্বপন, আব্দুল বাসিদ, সালেহ আহমাদ, আনফর আলী,সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন,মুন্না আহমদ, প্রচার সম্পাদক মোস্তফাজুর রহমান তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খালেদা আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য সাদিকুর রহমান, আহমাদ হোসেন প্রমুখ ।