তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্স বিএনপির উচ্ছ্বাস
প্রকাশিত হয়েছে : ১১:০১:১২,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ১৭ বার পঠিত
জাহিদুল ইসলাম শিপার :
একুশে অগাস্টের গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শোকরানা সমাবেশ করেছে ফ্রান্স বিএনপি।
সোমবার এ সমাবেশ থেকে ফ্রান্স বিএনপির বিভিন্ন কর্মকান্ড ও আগামীদিনে পথচলা নিয়ে কর্মীসভা করেন তারা।
সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ও ফ্রান্স বিএনপির নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা আহসানুল হক বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
এ সময় বক্তারা বলেন, “সময়ের পরিক্রমায় সত্য উদঘাটিত হলো। বাংলাদেশে সত্যিকারের ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই তারেক রহমানসহ সবাই ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাচ্ছেন।”
পরে দলের প্রতিষ্টাতা ও সাবেক রাস্ট্রপ্রধান জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ,দলের সভাপতি তারুন্যের অহংকার তারেক রহমানসহ দেশবাসীর কামনান্তে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুবদল নেতা আহমেদ মালেক।