নতুন কমিঠি পেল ফ্রান্স উদীচী সংসদ
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৩৫,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ১৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে উদীচী সংসদের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে । পহেলা ডিসেম্বর রবিবার স্থানীয় সময় বিকালে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্যে দিয়ে সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে ২০২৪ -২০২৬ সেশনের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী এ পর্ষদ গঠন করা হয় ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসাবে কিরণ্ময় মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসাবে সাখাওয়াত হোসেন হাওলাদার পুনঃনির্বাচিত হোন।
নব নির্বাচিত কার্যকরী পর্ষদের অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন যথাক্রমে সহ সভাপতি রোজী মজুমদার , সাগর বড়ুয়া ,পলাশ বড়ুয়া. অশোক পাল, সহ সাধারণ সম্পাদক ,শফিকুল ইসলাম রায়হান , দুলাল চন্দ মিশেল,শিপন প্লাশিড রিবেরো, কোষাধ্যক্ষ রুমানা আফরোজ, সম্পাদক মণ্ডলী ,সলিমুল্লাহ সিদ্দিকী রানা, জি এম শরিফুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, মেরী হাওলাদার ,সুশীল সিংহ ,শংকর ডেভিট রোজারিও , শিমুল রায় সদস্য,শম্পা বড়ুয়া , শুভাশীষ রায় শুভ ,এলান খান চৌধুরী ,সাইফুল ইসলাম, তপন চন্দ্র দাশ ,নাসির উদ্দিন,নির্মল দে, বিজয় শংকর ,বাবুল বড়ুয়া ,সঞ্জীব চন্দ্র দাস ,মনিরুজ্জামান মির্জা,রণধীর কুমার বোস, জাতীয় পরিষদ সদস্য পলাশ বড়ুয়া প্রমুখ ।